Friday, November 19th, 2021, 7:16 pm

বাংলাদেশকে ৪ উইকেটে হারাল পাকিস্তান

ছবি: মঈন আহমেদ

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে চার উইকেটে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামা টাইগারদের দেয়া ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ছয় উইকেট হারিয়ে ১৯ ওভার দুই বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাবর আজমের দল।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করে করেন খুশদিল শাহ ও ফখর জামান। খুশদিল শাহ ৩৫ বল খেলে তিন চার ও এক ছয়ে এবং ফখর জামান ৩৬ বল খেলে চার চারের মারে এই রান তুলেন। এছাড়া পাকিস্তানের হয়ে ১০ বলে ২১ রান করে অপরাজিত থাকেন সাদাব খান।
এদিকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন তাসকিন আহমেদ। চার ওভার করে ৩১ রান দিয়ে তিনি এ উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান, মেহদী হাসান ও শরিফুল ইসলাম।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন আফিফ হোসেন। ৩৪ বল খেলে দুইটি করে চার ও ছয় মেরে তিনি এ রান করেন। এছাড়া মেহেদী হাসান ৩০ ও নুরুল হাসান ২৮ রান করেন।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন হাসান আলী। চার ওভার করে ২২ রান দিয়ে এ উইকেট শিকার করেন তিনি। এছাড়া মোহাম্মদ ওয়াসিম দুইটি এবং মোহাম্মদ নওয়াজ ও সাদাব খান একটি করে উইকেট নেন।