অনলাইন ডেস্ক :
সাম্প্রতিক অবস্থার প্রেক্ষাপটে ইউক্রেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে অবিলম্বে দেশটি ত্যাগ করার পরামর্শ দিয়েছে পার্শ্ববর্তী পোলান্ডস্থ বাংলাদেশ দূতাবাস। এক জরুরি বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেয়া হয়। এদিকে, যুদ্ধ আতঙ্কের কারণে ইউক্রেনে থাকা প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহবান জানিয়েছেন পররাষ্ট্র প্রতমন্ত্রী শাহরিয়ার আলম। ইউক্রন থেকে কেউ দেশে ফিরতে চাইলে বাংলাদেশ সহায়তা করবে বলে জানান তিনি। দূতাবাসের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্য কোনো দেশে যেতে না পারলে প্রবাসীদের বাংলাদেশে যেতে বলা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তীতে দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ হালনাগাদ করা হবে বলেও জানানো হয়।একই সঙ্গে সকল বাংলাদেশিকে অত্যাবশ্যকীয় না হলে ইউক্রেনে সব ধরনের ভ্রমণ বাতিল করারও পরামর্শ দেয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। এ ছাড়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি প্রয়োজনে দূতাবাস যাতে ইউক্রেনে অবস্থানরত সকল বাংলাদেশির সঙ্গে যোগাযোগ রাখতে পারে সেজন্য তাদের অবস্থানের তথ্য দূতাবাসকে জানিয়ে রাখার অনুরোধ করা হয়।
আরও পড়ুন
বিশেষ আদালতের এজলাস কক্ষ ভোর বেলায় আগুনে পুড়ে গেছে
সরকারের সংস্কার এজেন্ডা সমর্থন করছে ইআইবি
তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন খালেদা জিয়া: ফারুক