September 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 11th, 2025, 7:09 pm

বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিয়ে ৭ ঘণ্টা পর ফেরত দিলো বিএসএফ

ফেনীর পরশুরাম সীমান্ত থেকে নুরুল ইসলাম (৬৩) নামে এক বৃদ্ধকে ধরে নিয়ে যাওয়ার সাড়ে ৭ ঘণ্টা পর বিজিবির কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার সকাল ৯টার দিকে পরশুরামের বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর কেতরাঙ্গা এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে বিকেল সাড়ে ৪টার দিকে ফেরত দেয় তাকে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি ও স্থানীয় এলাকাবাসী জানায়, সোমবার সকালে নুরুল ইসলাম সীমান্ত এলাকায় গেলে সীমান্তের ২১৭৪ নম্বর পিলার সংলগ্ন স্থান থেকে বাংলাদেশের ভেতরে ঢুকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ।

নুরুল ইসলাম কৈয়ার কোনা গ্রামের সুলতান আহম্মদ ও হালিমা খাতুনের ছেলে। তার এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। তিনি গ্রাম থেকে সবজি কিনে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, কোম্পানি কমান্ডার পর্যায়ে বিএসএফের সঙ্গে কথা হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে ওই ব্যক্তিকে বিজিবির কাছে ফেরত দেয় বিএসএফ।