January 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 22nd, 2025, 2:32 pm

বাংলাদেশি শিক্ষার্থীদের ইতালিতে বৃত্তির সুযোগ

নিজস্ব প্রতিবেদক:
ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় সম্প্রতি ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য ‘ইতালিতে আপনার প্রতিভা বিনিয়োগ করুন’ স্কলারশিপ প্রোগ্রামের ১০ম ধাপে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশি শিক্ষার্থীরা আসন্ন সেশন থেকে এই বৃত্তি পাওয়ার জন্য যোগ্য হবে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে ইতালির বাংলাদেশ দূতাবাস জানায় এক বার্তায় এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, নির্বাচিত শিক্ষার্থীরা নয় মাসের বৃত্তি পাবে এবং তাদের অধ্যয়নের ক্ষেত্রে প্রাসঙ্গিক একটি ইতালীয় কোম্পানির সঙ্গে তিন মাসের ইন্টার্নশিপ সম্পন্ন করবে। তারা ইঞ্জিনিয়ারিং-অ্যাডভান্সড টেকনোলজিস, ইকোনমিক্স-ম্যানেজমেন্ট এবং আর্কিটেকচার-ডিজাইন এই তিনটি ক্ষেত্রে বিভিন্ন ধরনের মাস্টার্স এবং স্নাতকোত্তর কোর্সে অধ্যয়ন করতে পারবেন।

আগ্রহী শিক্ষার্থীরা আরও বিস্তারিত জানার জন্য নিম্নলিখিত ওয়েবসাইট পরিদর্শন করতে পারেন। https://investyourtalentapplication.esteri.it/SitoIYT/EN/invest-your-talent-in-italy

দূতাবাস জানায়, বাংলাদেশের শিক্ষার্থীদের এই সুযোগ বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রদর্শন করে। এটি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা একটি দুর্দান্ত সুযোগ হবে। এটি শিক্ষাগত সহযোগিতাকে আরও প্রসারিত করবে এবং জনগণের মধ্যে যোগাযোগ জোরদার করবে।