December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 15th, 2024, 7:59 pm

বাংলাদেশি স্পিনারদের প্রশংসায় পঞ্চমুখ মুশতাক

অনলাইন ডেস্ক :

রাজনৈতিক ডামাডোলের মধ্যে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট মিশন। পাকিস্তানের বিপক্ষে আগামী ২১ আগস্ট থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ইতোমধ্যে পাকিস্তানে পৌঁছে যাওয়া বাংলাদেশ দল করেছে অনুশীলন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৫ আগস্ট) অনুশীলনের পর গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমদ।

মুশতাকের অধীনে যথেষ্ট উন্নতি করছেন বাংলাদেশের স্পিনাররা। রিশাদ হোসেনের উন্নতি সবার চোখে পড়েছে। আগে থেকেই দলে আছেন তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজরা। নিজের শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন মুশতাক। তিনি জানান, তারা ছাত্র হিসেবে খুব ভালো। পরামর্শগুলো মনযোগ দিয়ে শোনে। মুশতাক বলেছেন, ‘বাংলাদেশের স্পিনাররা যথেষ্ট ভালো। টেকনিক্যালি ও ট্যাক্টিক্যালি তারা ম্যাচের মোমেন্টাম ধরতে পারে।

তাইজুল, মিরাজরা বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছে। রিশাদ উন্নতি করছে। সবচেয়ে বড় দিক, তারা খুব ভালো শ্রোতা। যে কোনো পরামর্শ মন দিয়ে শোনে। তাদের সঙ্গে কাজ করতে পেরে দারুণ লাগছে।’ পাকিস্তানের সঙ্গে ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের কম্বিনেশন, তা নিয়ে মুশতাক বলেন, ‘আগে উইকেট দেখতে হবে। পরিবেশ বুঝতে হবে। সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব। তার আগে আসলে এসব নিয়ে বলা যায় না। আমাদের দলের কম্বিনেশন সবদিক থেকেই ভালো। ছেলেরা মাঠে নামতে তৈরি হচ্ছে’