January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 20th, 2024, 8:20 pm

বাংলাদেশের অর্থনৈতিক গতিপথ ‘নিঃসন্দেহে চিত্তাকর্ষক’: চার্লস হোয়াইটলি

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও হেড অব ডেলিগেশন চার্লস হোয়াইটলি বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক গতিপথ ‘নিঃসন্দেহে প্রশংসনীয়’। তবে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে প্রয়োজন দক্ষ ও উপযুক্ত জনশক্তি।

তিনি বলেন, ‘আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরকে সমর্থন অব্যাহত রেখেছি। বাংলাদেশ সরকারের সঙ্গে ইইউয়ের পারস্পরিক সুবিধাজনক অংশীদারিত্ব অব্যাহত রয়েছে।’

রাষ্ট্রদূত হোয়াইটলি বলেন, বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের সংস্কার ও শক্তিশালীকরণের অগ্রযাত্রায় ইইউ অবিচল অংশীদার।

আইএলওর শেয়ার করা এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘কৌশলগত বিনিয়োগ, সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ এবং নীতি সহায়তার জন্য আমরা দেশটির জনগণকে দক্ষ করতে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করেছি।’

ইইউ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করে প্রবৃদ্ধি ও সমৃদ্ধির নতুন সুযোগ উন্মোচন করতে পারে তরুণরা। যা সবার জন্য উজ্জ্বল ভবিষ্যতের পথ প্রশস্ত করবে।

তিনি বলেন, ‘আসুন আমরা একসঙ্গে আরও দক্ষ, সহনীয় ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে হাতে হাত মিলিয়ে কাজ করে যাই।’

রাষ্ট্রদূত হোয়াইটলি বলেন, গত ১৫ বছরে বাংলাদেশে দক্ষতা উন্নয়ন ও টিভিইটি খাতে উল্লেখযোগ্য অর্জনে ইইউ সন্তুষ্ট।

তিনি বলেন, এই সাফল্য এই সময়ে ইইউ ও বাংলাদেশ সরকারের মধ্যে সাধারণ দৃষ্টিভঙ্গি ও টেকসই অংশীদারিত্বের একটি প্রমাণ।

রাষ্ট্রদূত হোয়াইটলি বলেন, ‘আন্তর্জাতিক শ্রম সংস্থার সঙ্গে আমাদের সহযোগিতাও এই অর্জনগুলো উপলব্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’

—–ইউএনবি