November 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 24th, 2025, 4:26 pm

বাংলাদেশের উদার আতিথেয়তায় মুগ্ধ কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে

 

বাংলাদেশে পাঁচ দিনের সরকারি সফরে এসে দেশের জনগণ ও সরকারের আন্তরিক আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে। সফরের অংশ হিসেবে সোমবার (২৩ নভেম্বর) তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাৎ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি প্রকাশ করেন গভীর কৃতজ্ঞতা।

ফেসবুকে দেওয়া এক পোস্টে শার্লি বচওয়ে লিখেছেন— “অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণের প্রতি তাদের উদার আতিথেয়তার জন্য আমি কৃতজ্ঞ। আমাদের সাক্ষাতের সময় আমরা বাংলাদেশের জাতীয় যাত্রা এবং সকলের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত এবং সমৃদ্ধ ভবিষ্যতের জন্য বাংলাদেশি জনগণের আকাঙ্ক্ষাকে সমর্থন করার জন্য আমাদের নবায়িত অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেছি। ”

তিনি আরও উল্লেখ করেন, কমনওয়েলথ ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়ন ধারাকে আরও জোরদার করতে বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী।

একইদিন কমনওয়েলথ মহাসচিব পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন। সেখানে দাপ্তরিক সম্পর্ক, বহুপাক্ষিক সহযোগিতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

উল্লেখ্য, শার্লি বচওয়ে প্রথমবারের মতো গত সপ্তাহে পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসেন। তার সফরকে কমনওয়েলথ-বাংলাদেশ সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন কূটনৈতিক মহল।

এনএনবাংলা/