অনলাইন ডেস্ক :
এশিয়া কাপ মিশনে বাংলাদেশ দল এখন সংযুক্ত আরব আমিরাতে। এরইমধ্যে মরুর দেশে অনুশীলনও শুরু করে দিয়েছে সাকিবরা। আগামী ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লাল-সবুজের এশিয়ার শ্রেষ্ঠত্বের মিশন। এদিকে, বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এশিয়া কাপের জার্সি প্রকাশ করেছেন। সবুজ আর লালের মিশেলে জার্সিটি ডিজাইন করা হয়েছে। বুকে বড় করে লেখা আছে দেশের নাম। তবে এশিয়া কাপের জার্সি নিয়ে এখনো সমর্থকদের প্রতিক্রিয়া জানা যায়নি। এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে সাকিব বাহিনী। আগামী ২৭ আগস্ট ছয় দল নিয়ে মাঠে গড়াবে এশিয়া কাপ। কিন্তু একের পর এক ইনজুরিতে মাঠে নামার আগেই বিপর্যস্ত লাল-সবুজের প্রতিনিধিরা। সাকিব আল হাসানের কাঁধে নেতৃত্ব দিয়ে প্রথমে ১৩ আগস্ট এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু গত নয় দিনে ইনজুরিতে পড়ে ও ইনজুরির ধকল কাটিয়ে উঠতে না পারায় সে তালিকা থেকে বাদ পড়েন একাধিক ক্রিকেটার। আবার নতুন করে সংযোজন করা হয়েছে অনেককে। অন্যদিকে, দলের সঙ্গে শেষ মুহূর্তে বদল এসেছে বাংলাদেশ দলের সাপোর্ট স্টাফদের মাঝেও। হেড কোচ রাসেল ডমিঙ্গোকে টি-টোয়েন্টি ক্রিকেটের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বোর্ড। এশিয়া কাপে তাই হেড কোচ ছাড়াই খেলতে হচ্ছে বাংলাদেশকে। এ টুর্নামেন্টে দলের সঙ্গে থাকবেন নবনিযুক্ত টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম।
বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, পারভেজ ইমন, নাঈম শেখ এবং তাসকিন আহমেদ।
আরও পড়ুন
বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম
চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে ‘পাকিস্তান’ লেখা নিয়ে আপত্তি ভারতের, খেপেছে পিসিবি