January 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 11th, 2022, 7:42 pm

বাংলাদেশের কন্টেন্ট এখন বিশ্বমানের: ফারিণ

অনলাইন ডেস্ক :

তাসনিয়া ফারিণ তার নিজের অভিনয়ের প্রতি দৃঢ় আত্মবিশ্বাস থেকেই বললেন, ‘আমার ক্যারিয়ার নিয়ে খুব তাড়াহুড়ো নেই। আমি আমার পছন্দের কাজগুলো করতে চাই। তবে আমি অভিনয়টাকে প্রচ- ভালবাসি। তা যে মাধ্যমেরই হোক।’সম্প্রতি টলিউডের একটি ছবির কাজ শেষ করে এসেছেন তিনি। নিজের অভিনয় নিয়ে শুধু বাংলা ইন্ডাস্ট্রিতে নয়। বরং বিশ্ব বাজারে বড় বড় প্লাটফর্মে কাজ করতে চান তাসনিয়া ফারিণ।ফারিণ বলেন, ‘দেখুন এখন গ্লোবালি আমরা ফাইট দিয়ে কাজ করছি। যারা আজ আমার কাজটি দেখছেন তারা ঠিক একই সাথে বিশ্বের যে কোনো মানের, যে কোনো মাপের কাজটিও দেখছেন। সেদিক দিয়ে দর্শক আমরা মোটেই কম পাচ্ছি না। এটা বিশাল আশার ব্যাপার। তাই বাংলাদেশের একাধিক কন্টেন্ট এখন বিশ্বমানের। শুধু লোকাল প্লাটফর্ম নয়, বরং বিশ্বমানের সবকটি ওটিটিতে বাংলাদেশি কন্টেন্ট রাজত্ব করবে, সেদিন খুব বেশি দূরে নয়।’তাসনিয়া ফারিণ সম্প্রতি সৈয়দ শাওকী’র পরিচালনায় ‘কারাগার’ এর প্রথম পর্বে তার দারুণ সাবলীল অভিনয় দিয়ে সকলকে মুগ্ধ করে রাখেন। এরপর রায়হান রাফীর ‘নি:শ্বাস’ চলচ্চিত্র দিয়ে সকলের প্রতি মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। নতুন বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এর বাইওে কারাগার এর নতুন সিজন নিয়েও ব্যস্ততা রয়েছে তার।তাসনিয়া ফারিণ বলেন, ‘আমার কাছে গল্পটা সবচেয়ে জরুরি। গল্পের গাঁথুনি মজবুত হলেই পরের বিষয়গুলো অনায়াসেই ভাল হয়ে যায়। তাই আগামীতে চলচ্চিত্র হোক বা সিরিজ হোক, ভাল গল্পের প্রতিই জোর দিচ্ছি।’