বাংলাদেশের ছয় ছাত্রনেতার ভিসা নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ভারত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ‘এগুলো ভুয়া খবর।’
ঢাকায় ভারতীয় হাইকমিশনের একটি সূত্র জানিয়েছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বাংলাদেশের ছয় ছাত্রনেতার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত- এমন খবর কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘জনগণের মধ্যে ভারতবিরোধী উসকানি দেওয়া’ এবং ভারতের জাতীয় স্বার্থের পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
—-ইউএনবি
আরও পড়ুন
৪ মাস শূন্য থাকার পর ডিএমপিতে নতুন ডিবিপ্রধান, দায়িত্বে ডিআইজি শফিকুল
জুলাই সনদ ও সংস্কার হলে ফেব্রুয়ারিতেই নির্বাচনের জন্য প্রস্তুত এনসিপি: নাহিদ
আমাদের সময় খুব বেশি দিন নাই: স্বরাষ্ট্র উপদেষ্টা