December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 2nd, 2024, 7:20 pm

বাংলাদেশের ছয় ছাত্রনেতার ভিসা নিষিদ্ধের ‘খবর ভুয়া’: ভারত

বাংলাদেশের ছয় ছাত্রনেতার ভিসা নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ‘এগুলো ভুয়া খবর।’

ঢাকায় ভারতীয় হাইকমিশনের একটি সূত্র জানিয়েছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বাংলাদেশের ছয় ছাত্রনেতার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত- এমন খবর কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘জনগণের মধ্যে ভারতবিরোধী উসকানি দেওয়া’ এবং ভারতের জাতীয় স্বার্থের পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

—-ইউএনবি