January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 10th, 2023, 8:20 pm

বাংলাদেশের জন্য নচিকেতার নতুন গান ‘বরিষণ’

অনলাইন ডেস্ক :

দুই বাংলায় সমান জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। বাংলাদেশের জন্য সম্প্রতি তিনি গাইলেন নতুন গান ‘বরিষণ’। কেতন শেখের লেখা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। আজব রেকর্ডস থেকে প্রকাশিতব্য গানটিতে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন নচিকেতা। গানটি রেকর্ড হয়েছে কলকাতার ফিউশন প্রো স্টুডিওতে। গানটি প্রসঙ্গে নচিকেতা বলেন, ‘জয় শাহরিয়ার আমার স্নেহের গীতিকবি, সংগীত পরিচালক। ওর লেখা সুরে আগেও গেয়েছি বেশ কবার। এবার ওর সংগীতায়োজনে গাইলাম কেতনের লেখা, সুরে। লেখাটা কবিতার মতো, গাইতে ভালো লেগেছে।’ এ প্রসঙ্গে কেতন শেখ বলেন, ‘নচিকেতা আমার স্বপ্নের শিল্পী। তার কণ্ঠে আমার লেখা-সুরে গান মানে একটা স্বপ্নপূরণ। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’

‘বরিষণ’ নিয়ে জয় শাহরিয়ার বলেন, ‘নচিদা আমার প্রিয় মানুষ, শিল্পী। ওনার সাথে কাজ করতে গেলে প্রতিবার ঋদ্ধ হই। এবারও তার ব্যতিক্রম হয়নি। আশাকরি সবার ভালো লাগবে এই গান।’ এ মাসের শেষদিকে আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে। এছাড়াও শোনা যাবে স্বাধীন, আইটিউনস, স্পটিফাই, অ্যামাজনসহ বেশ ক’টি স্ট্রিমিং প্ল্যাটফর্মে। গত জুন মাসেই সর্বশেষ বাংলাদেশের জুটি মিউজিক থেকে প্রকাশ হয় নচিকেতার গান ‘সে একটা গাছ’। ঢাকার গীতিকবি জুলফিকার রাসেলের কথায় এতে সুর দিয়েছেন নচিকেতা নিজেই। তাতে সংগীতায়োজন করেছেন টুনাই দেবাশিস গাঙ্গুলী। গানটি বেশ প্রশংসিত হয়েছে।