অনলাইন ডেস্ক :
জিম্বাবুয়েতে চলমান মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফর্মেন্স দেখাচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। পাকিস্তানকে প্রথম ম্যাচে উড়িয়ে দেওয়ার পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে রান পাহাড় গড়েছে। বিশাল স্কোর গড়ার পথে ইতিহাসে নাম লিখিয়েছেন ওপেনার শারমিন আক্তার সুপ্তা। মেয়েদের ক্রিকেটে তিনিই এখন বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদশ সংগ্রহ করে ৫ উইকেটে ৩২২ রান। যা দেশের মেয়েদের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ। সেঞ্চুরিয়ান শারমিনকে কেউ আউট করতে পারেননি। তিনি ইনিংসের শুরুতে নেমে ১৪১ বলে ১৩০* রানে অপরাজিত থাকেন। এই ইনিংসে তিনি হাঁকিয়েছেন ১১টি বাউন্ডারি।নির্ধারিত ৫০ ওভারে বাংলাদশ সংগ্রহ করে ৫ উইকেটে ৩২২ রান। যা দেশের মেয়েদের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ। সেঞ্চুরিয়ান শারমিনকে কেউ আউট করতে পারেননি। তিনি ইনিংসের শুরুতে নেমে ১৪১ বলে ১৩০* রানে অপরাজিত থাকেন। এই ইনিংসে তিনি হাঁকিয়েছেন ১১টি বাউন্ডারি। বাংলাদেশের হয়ে আগের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড যৌথভাবে ছিল সালমা খাতুন ও রুমানা আহমেদের। ২০১৩ সালে ভারতের বিপক্ষে আহমেদাবাদে অপরাজিত ৭৫ করেন সালমা। পরের ম্যাচে একই প্রতিপক্ষের সঙ্গে একই ভেন্যুতে রুমানাও করেন ৭৫ রান। আজ নতুন রেকর্ড গড়া শারমিনের এর আগে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল ৭৪। ২৫ বছর বয়সী ডানহাতি ব্যাটার ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কক্সবাজারে এই ইনিংসটি খেলেন।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার