বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ব্রিটিশ সাংবাদিক সায়মন ড্রিং আর নেই। গত শুক্রবার লন্ডনের একটি হাসপাতালে তলপেটে অস্ত্রোপচারের সময় ৭৬ বছর বয়সে তিনি মারা যান।
এই গুণী সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ডা. একে আব্দুল মোমেন। শনিবার পৃথক শোকবার্তায় তাঁরা এই শোক জানান।
মুক্তিযুদ্ধে সাংবাদিক সায়মন ড্রিং এর সাহসী অবদানের কথা উল্লেখ করে শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর ভয়াবহ গণহত্যার তথ্য ও প্রতিবেদন তিনি বিশ্ববাসীর সামনে তুলে ধরেন। মুক্তিযুদ্ধের স্বপক্ষে আন্তর্জাতিক অঙ্গণে জনমত সৃষ্টিতে তিনি ভূমিকা রেখেছেন। স্বাধীন বাংলাদেশের গণমাধ্যমের বিকাশে এবং দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভি’র পরিচালনাতেও তাঁর অবদান রয়েছে।’
প্রধানমন্ত্রী তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পররাষ্ট্রমন্ত্রী তাঁর শোকবার্তায় বলেন, ‘সাইমন ড্রিং একজন প্রতিশ্রুতিশীল ব্যক্তি ছিলেন। তিনি মূল্যবোধ ও নৈতিকতার মানদণ্ডে একজন খাঁটি মানুষ ছিলেন। একাত্তরের গণহত্যা নিয়ে তিনি বস্তুনিষ্টতা ও সাহসিকতার সঙ্গে প্রতিবেদন করেছিলেন।’
ড. মোমেন আরও বলেন, ‘আমরা তাকে বারবার স্যালুট জানাই। তিনি ইটিভিতে বাংলাদেশের একদল তরুণ সাংবাদিককে প্রশিক্ষণ দিয়েছিলেন যা বাংলাদেশের টিভি সাংবাদিকতাকে গতিশীলভাবে পরিবর্তন করেছিল।’
(সূত্র: ইউএনবি)
আরও পড়ুন
আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ৮০ কোটি টাকার লটারি জয়
ওভাল অফিস থেকে জাকারবার্গকে বেরিয়ে যেতে বলা হয়
সন্তান দত্তক নেবেন জয়া!