May 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 19th, 2025, 2:47 pm

রুনা-লায়লার-অভিনন্দন-আবেগে-কাঁদলেন-নুসরাত-ফারিয়া

রুনা লায়লা ও নুসরাত ফারিয়া

অনলাইন ডেস্ক:

‘জ্বীন ৩’ ছবি নিয়ে ঈদে আসছেন নুসরাত ফারিয়া। ছবিটির একাধিক পোস্টার ও একটি গান প্রকাশিত হয়েছে। গত সোমবার ছবির ‘কন্যা’ শিরোনামের গানটি প্রকাশের পর পর্দায় সজল ও নুসরাত ফারিয়ার রসায়ন উপভোগ করেছেন ভক্তরা। উৎসবের আবহে বেশ বড় আয়োজনে গানটির দৃশ্য ধারণের কাজ করা হয়। গানটি প্রকাশের এক দিন পর বাংলাদেশের বরণ্যে সংগীতশিল্পী রুনা লায়লা তাঁর ফেসবুকে শেয়ার করেছেন। তা দেখে কেঁদেছেন ছবির নায়িকা নুসরাত ফারিয়া।

রুনা লায়লা।রুনা লায়লা।

হঠাৎ করে এ বছরের শুরুতে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ঘোষণা দেয়, নুসরাত ফারিয়া ও সজলকে নিয়ে তারা নতুন ছবি নির্মাণ করতে যাচ্ছে। পরিচালক কামরুজ্জামান রোমান একটানা শুটিংয়ের মধ্য দিয়ে কাজটি এগিয়ে নেন। সজল জানান, ঈদে মুক্তি দিতে হবে, তাই ১০২ ডিগ্রি জ্বর নিয়ে তিনি ছবিটির শুটিং করেন।

নুসরাত ফারিয়া
নুসরাত ফারিয়াছবি: ফারিয়ার ফেসবুক থেকে

মুক্তির আগে ‘জ্বীন ৩’ ছবিটি সম্পর্কে ধারণা দিতে একাধিক পোস্টার প্রকাশ করে প্রযোজনাপ্রতিষ্ঠান। গত সোমবার প্রকাশিত হয় ছবির প্রথম গান ‘কন্যা’। ইমরানের সুর ও সংগীতে ছবিটির গানে কণ্ঠ দিয়েছেন কনা ও ইমরান। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম।

গতকাল মঙ্গলবার রাতে রুনা লায়লা তাঁর ফেসবুকে গানটি শেয়ার করে লিখেছেন, ‘খুবই সুন্দর। অভিনন্দন ইমরান-কনা এবং ফারিয়া ও সজল। ভালো লেগেছে।’ রুনা লায়লার কাছ থেকে এমন মন্তব্য পেয়ে আপ্লুত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। একটি ভিডিওতে ফারিয়াকে বলতে শোনা যায়, ‘আমি কাঁদতেছি, রুনা লায়লার আমাদের গান শেয়ার করেছেন।’ সজলকে দেখিয়ে ফারিয়া বলেন, ‘তুমি কি এটা বিশ্বাস করছ? এই দেখো। দেখো। আমি খুবই আবেগাপ্লুত।’

রুনার লায়লার পোস্টে মন্তব্য করেছেন ‘কন্যা’ গানের শিল্পী কনা ও ইমরান। কনা লিখেছেন, ‘এটা আমাদের জন্য অনেক কিছু। আপনি গানটি শেয়ার করায় নিজেদের পরিপূর্ণ মনে করছি।’ ইমরান লিখেছেন, ‘অনুভূতি প্রকাশ করতে পারছি না। আমরা অভিভূত।’ ছবির নায়ক সজল লিখেছেন, ‘আপনার প্রত্যেকটা শব্দে ভালোবাসা। ভালোবাসি ম্যাডাম।’

‘জ্বীন ৩’ ছবির শুটিংয়ে নুসরাত ফারিয়া ও সজল‘জ্বীন ৩’ ছবির শুটিংয়ে নুসরাত ফারিয়া ও সজলছবি : সংগৃহীত

প্রকাশের দুই দিনে জাজ মাল্টিমিডিয়ার অফিশিয়াল ইউটিউবে ‘কন্যা’ গানের ভিউ চার লাখের বেশি। মন্তব্য এসেছে তিন হাজারের বেশি।

ইনজামাম ইমন নামের একজন লিখেছেন, ‘বাহ বেশ! সজল ভাইয়ের নাচ এবং নুসরাত ফারিয়া আপুর উপস্থাপন অসাধারণ।’ নিশাত নামের একজন লিখেছেন, ‘নুসরাত ফারিয়াকে অসম্ভব সুন্দরী লাগছে। আর সবচেয়ে বড় কথা, ফারিয়ার অভিব্যক্তিগুলো অসাধারণ ছিল। সব মিলিয়ে ভালো লেগেছে।’ কেউ বলেছেন, গানটা যেমন সুন্দর হয়েছে, তেমনি গানের কোরিওগ্রাফারও সুন্দরভাবে কাজটা করেছেন। মাশরুবা জান্নাত লিখেছেন, ‘সজলকে নতুনভাবে উপস্থাপন করাটা দুর্দান্ত লেগেছে।’

‘জ্বীন ৩’ ছবির পোস্টার
‘জ্বীন ৩’ ছবির পোস্টার

কেউ কেউ আবার ‘কন্যা’ গানটির সঙ্গে দেব-ইধিকার ‘খাদান’ ছবির ‘কিশোরী’ গানের মিল খুঁজে পেয়েছেন। মন্তব্যে তা–ও উল্লেখ করেছেন।

একজন লিখেছেন, ‘গানটি অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু “কিশোরী কিশোরী কিশোরী”র গন্ধ পাচ্ছি।’ হিমু তমাল লিখেছেন, ‘“কিশোরী” গানের মিউজিকের সাথে অনেক মিল।’ সোহেল লিখেছেন, ‘“খাদান” মুভির “কিশোরী” গানের কপি মনে হচ্ছে।’ মেহেদী অভি লিখেছেন, ‘কোনো “কিশোরী” নয়, “কন্যা” হবে অনলি।’