January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 28th, 2023, 8:05 pm

বাংলাদেশের বিপক্ষে চাইনিজ তাইপের ‘প্রতিশোধ’

অনলাইন ডেস্ক :

উইমেন’স ফাইভ-এ-সাইড এশিয়া কাপ হকিতে চ্যালেঞ্জার পুলের গ্রুপ পর্বে ১০-৫ গোলে চাইনিজ তাইপেকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। সেই দলটির বিপক্ষে সপ্তম-অষ্টমস্থান নির্ধারণী ম্যাচে হেরে বসেছে রিয়া-অর্পিতারা। সোমবার এগিয়ে গিয়েও ৮-৫ গোলে তাইপের কাছে বাংলাদেশ হার দেখেছে। এক অর্থে প্রতিশোধ নিয়েছে তাইপে। ওমানের সালালাহতে সোমবার শুরুতে এগিয়ে গেলেও বিরতির আগ পর্যন্ত লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশ। বিরতিতে যাওয়ার আগে ৪-৪ গোলে সমতায় থাকতে হয়েছে।

বিরতির পর শুরুর দিকে চাইনিজ তাইপে প্রথমবারের মতো লিড নেয়। ১৭ মিনিটে এগিয়ে যায় ৫-৪ গোলে। ২১ মিনিটে ব্যবধান আরও বাড়ায়। বাংলাদেশকে পেছনে ফেলে ৬-৪ গোলের লিড অব্যাহত রাখে। দুই মিনিট পর বাংলাদেশ ব্যবধান কমিয়ে স্কোরলাইন ৬-৫ করলেও সেটি ধরে রাখতে পারেনি। চাইনিজ তাইপে আবারও এগিয়ে যায় ২৭ মিনিটে ৭-৫ গোলে। শেষ পর্যন্ত ৮-৫ গোলে তাইপে বাংলাদেশকে হারিয়ে সপ্তম হয়েছে। আর লাল-সবুজ দলকে অষ্টম হয়ে টুর্নামেন্ট থেকে ফিরতে হচ্ছে।