January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 12th, 2024, 8:54 pm

বাংলাদেশের বিপক্ষে ফিরবেন শামি

অনলাইন ডেস্ক :

মোহাম্মদ শামির ফেরা নিয়ে অনিশ্চয়তা ছিল শুরু থেকে। যদিও তখন তাঁর আইপিএল খেলা নিয়ে শঙ্কা ছিল। অবশেষে জানা গেল আইপিএল তো বটেই, আগামী জুনে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলা হচ্ছে না শামির। শামির ফেরা নিয়ে বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, বাংলাদেশ সিরিজ দিয়ে হয়তো ফিরবেন এই অভিজ্ঞ পেসার। আগামী সেপ্টেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ। সফরে ভারতের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এই সিরিজ দিয়ে ফিরতে পারেন শামি। ভারতে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর থেকে অ্যাঙ্কেলের চোটের সঙ্গে লড়াই করছেন শামি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালের পর আর কোনো ধরনের ক্রিকেটে দেখা যায়নি তাঁকে। খেলতে পারেননি গত ডিসেম্বরে ভারতের দক্ষিণ আফ্রিকা সফরে। শুরুতে স্কোয়াডে থাকলেও পরে মেডিক্যাল টিমের ছাড়পত্র না পাওয়ায় ছিটকে যান সফর থেকে। ছিলেন না তিনি ঘরের মাঠের ইংল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে জেতা টেস্ট সিরিজে। গত ফেব্রুয়ারিতে লন্ডনে অস্ত্রোপচার হয়েছে শামির। জয় শাহ জানিয়েছেন, ‘তার অস্ত্রোপচার করানো হয়েছে। সে ভারতে ফিরে এসেছে।

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ দিয়ে শামি ফিরতে পারে।’ এ ছাড়া ঊরুর চোটের সঙ্গে লড়াই করা লোকেশ রাহুলের বর্তমান অবস্থা সম্পর্কেও জানিয়েছেন জয় শাহ। ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়া চলছে তাঁর। আইপিএলে খেলা এখনো নিশ্চিত নয় রাহুলের।