নিউইয়র্কে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন আজরা জেয়া
অনলাইন ডেস্ক :
বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখার আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া ১৮ সেপ্টেম্বর নিউইয়র্কে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে একটি বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
তিনি ৭৮তম ইউএনজিএ -এর ফাঁকে পররাষ্ট্র সচিবের সঙ্গে তার বৈঠককে ‘ফলপ্রসূ আলোচনা’ হিসাবে বর্ণনা করেছেন।
বৈঠকের পর মার্কিন আন্ডার সেক্রেটারি আজরা জেয়া একটি টুইটে, ‘অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা এবং রোহিঙ্গা ও তাদের আতিথ্যকারী সম্প্রদায়ের জন্য অব্যাহত মানবিক সহায়তার গুরুত্ব নিয়ে আলোচনার জন্য আবারও বৈঠকের প্রশংসা করেছেন।’
আরও পড়ুন
সাংবাদিকদের সাথে রংপুর পুলিশ সুপারের মতবিনিময়
সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত কমিটি
দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক সতর্কতামূলক ব্যবস্থা দুর্যোগের ক্ষতি থেকে বাঁচার সহায়ক