ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, যারা সত্যিকারের বাংলাদেশপন্থী, তাদেরকেই এই দেশে রাজনীতি করার অধিকার থাকা উচিত। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর এক অনুষ্ঠানে তিনি বলেন, যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, আয়নাঘর তৈরি করেছে, গুম ও খুনের মতো অপরাধে জড়িত — তাদের রাজনীতির কোনো অধিকার নেই।
সাদিক কায়েম আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসররা এই দেশে রাজনীতি করার অধিকার রাখে না। তিনি জানিয়েছেন, দেশের সর্বত্র যেখানে-ই আওয়ামী লীগের দোসররা থাকুক, তাদের শনাক্ত করে থানায় সোপর্দ করার আহ্বান জানানো উচিত। একই সঙ্গে তিনি এসব দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
জার্মানিতে নাৎসি বাহিনী নিষিদ্ধ করা হয়েছে এবং ইতালিতে মুসোলিনির রাজনীতিকে নিষেধ করা হয়েছে—এসবের উদাহরণ টেনে সাদিক কায়েম বলেন, বাংলাদেশেও আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতি চালানোর অধিকার থাকার কোনো কারণ নেই; তাদের দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি হতে হবে।
তিনি আরও অভিযোগ করেন, ৫ আগস্টের পর বিভিন্ন জায়গায় থাকা আয়নাঘর ও সংশ্লিষ্ট নথিপত্র অনেকাংশে নষ্ট করা হয়েছে। এসব ধ্বংসকৃত নথি-দস্তাবেজ যারা নিপাত করেছেন, তাদের খোঁজ করে সনাক্ত করা প্রয়োজন বলে দাবি জানান সাদিক কায়েম।
এনএনবাংলা/

আরও পড়ুন
শেখ হাসিনার সঙ্গে বর্তমান শাসনব্যবস্থার খুব বেশি পার্থক্য নেই: রুমিন ফারহানা
আইন নয়, মনোভাব বদলেই গৃহকর্মীর সুরক্ষা সম্ভব: শিরীন পারভীন
রাজনৈতিক বিভেদে ফ্যাসিবাদ ফিরলে জাতি ক্ষমা করবে না: সালাহউদ্দিন