অনলাইন ডেস্ক :
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিকে সামনে রেখে রোববার (১২ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশে আসার কথা ছিল মালয়েশিয়া হকি দলের। কিন্তু শেষ মুহূর্তে দলের একজন খেলোয়াড় করোনায় আক্রান্ত হওয়ায় ঢাকার প্রতিযোগিতায় আর অংশ নেওয়া হচ্ছে না তাদের! বাংলাদেশ হকি ফেডারেশন এই তথ্য জানিয়েছে। আগামী ১৪ ডিসেম্বর থেকে ঢাকার মওলানা ভাসানী স্টেডিয়ামে এশিয়ার অন্যতম আকর্ষণীয় এই হকি প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। মালয়েশিয়া শেষ মুহূর্তে অংশগ্রহণে অপারগতায় জানায়। এখন পাঁচ দেশ নিয়েই হবে প্রতিযোগিতা। এ প্রসঙ্গে হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফবলেন,‘মালয়েশিয়ার একজন খেলোয়াড় করোনায় আক্রান্ত হওয়ায় পুরো দলই এক সপ্তাহের জন্য আইসোলেশনে গেছে। যে কারণে তারা ঢাকায় আসতে পারছে না। তাদের সরকারও এই অবস্থায় খেলার অনুমতি দেয়নি। তাদের ছাড়াই এখন পাঁচ দল নিয়ে হবে প্রতিযোগিতা।’ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও খেলবে ভারত,পাকিস্তান, জাপান ও দক্ষিণ কোরিয়া। এরইমধ্যে ফিকচারও হয়ে গেছে।

আরও পড়ুন
প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিক মৃত্যুঞ্জয় চৌধুরীর
মুস্তাফিজের পেশাদারিত্বে মুগ্ধ মিকি আর্থার: ‘অসাধারণ খেলছে, অসম্ভব বিনয়ী’
বিশ্বকাপ নিয়ে আপস করতে হলে আমরা সিদ্ধান্তে অনড় থাকবো: বুলবুল