পুনরায় টেলিযোগাযোগ ব্যবস্থা চালু করে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পূর্ণ ও নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার দিতে বাংলাদেশকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (২৯ জুলাই) পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘আমরা বাংলাদেশে টেলিযোগাযোগ পুনরায় চালু হওয়ার বিষয়ে জানি তবে ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সম্পূর্ণ ও নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার যেন দেওয়া হয় সে বিষয়ে আহ্বান জানাচ্ছি।’
এর ফলে দেশটিতে থাকা মার্কিন নাগরিকসহ বাংলাদেশের মানুষ গুরুত্বপূর্ণ তথ্যে প্রবেশাধিকার পেতে সক্ষম হবে বলে মন্তব্য করেন প্যাটেল।
প্যাটেল আরও বলেন, ‘তারা সরকারি-বেসরকারি উভয়ভাবেই বর্তমান পরিস্থিতির ‘স্থায়ী ও শান্তিপূর্ণ’ সমাধানের আহ্বান অব্যাহত রেখেছেন।
এসময় শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার প্রতি যুক্তরাষ্ট্রের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন বেদান্ত প্যাটেল।
—-ইউএনবি
আরও পড়ুন
হাসিনার মতো ‘বিশ্বস্ত মিত্র’কে হারানোর ঝুঁকি নেবে না ভারত
ডেঙ্গুতে এক দিনে মারা গেছেন আরও ৪ জন
উড়োজাহাজ বিধ্বস্তে ৩৮ জনের মৃত্যু, আজারবাইজানে রাষ্ট্রীয় শোক পালন