December 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 7th, 2023, 8:23 pm

বাংলাদেশে একই দলে সাকিব-বাবর

অনলাইন ডেস্ক :

সংযুক্ত আরব আমিরাতে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি-২০) খেলার জন্য ১৫ কোটি রুপির প্রস্তাব পেয়েছিলেন বাবর আজম। সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পাকিস্তান অধিনায়ক। গণমাধ্যমে এমন খবরই এসেছে। সেই লোভনীয় প্রস্তাব ফিরিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে পারেন ওয়ানডের বিশ্বসেরা এই ব্যাটার। বুধবার রাতে বাবর আজমের সঙ্গে সরাসরি চুক্তির ইঙ্গিত দিয়েছে রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বাবরের একটি প্রতিকী ছবি যুক্ত করে রংপুর রাইডার্স জানায়, ‘২০১৫ সালে অভিষিক্ত, ১০০ ইনিংসে ৫ হাজারের বেশি রান করা ও বর্তমান শীর্ষ র‌্যাংকিংধারী দলের অধিনায়ক।’ যা হুবহু মিলে যায় বাবরের সঙ্গে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা এখন পর্যন্ত আসেনি। এর আগে সরাসরি চুক্তির মাধ্যমে বাংলাদেশ দলের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসানকেও দলে নিয়েছে রংপুর রাইডার্স। এ ছাড়া নুরুল হাসান সোহান, অলরাউন্ডার শেখ মেহেদী হাসান ও পেসার হাসান মাহমুদকে ধরে রাখার বিষয়টিও নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।