অনলাইন ডেস্ক :
চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন আফগানিস্তানের চারজন ক্রিকেটার। এর মধ্যে রশিদ খান লাহোর কালান্দার্সে, মোহাম্মদ নবী করাচি কিংসে, হজরতউল্লাহ জাজাই পেশোয়ার জালমিতে এবং রহমানউল্লাহ গুরবাজ ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে মাঠ মাতাচ্ছেন। তবে তারা আর বেশিদিন পিএসএল খেলতে পারবেন না। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ শুরু হবে। সেই লক্ষ্যে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে ১২ ফেব্রুয়ারি থেকে সিলেটে কন্ডিশনিং ক্যাম্প করবে আফগানরা। পিএসএলে লিগ পর্বের প্রায় সবগুলো ম্যাচ খেলার কথা ছিল আফগানদের। ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় লেগ। কিন্তু কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিতে তার আগেই বাংলাদেশের বিমান ধরবেন আফগান ক্রিকেটাররা।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!