August 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 17th, 2025, 6:54 pm

বাংলাদেশে নির্বাচনী কারবালা হয়ে যেতে পারে : রংপুরে ব্যারিস্টার ফুয়াদ

রংপুর ব্যুরো:

বাংলাদেশে আগামী ছয় মাসের মধ্যে একটি “নির্বাচনী কারবালা” হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি) এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

গতকাল শনিবার রাতে  রংপুর নগরীর সুমী কমিউনিটি সেন্টারে এবি পার্টির রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে “সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়” প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “১৯৯১ সালেও অনেকে মন্ত্রী হবার আশায় জামা-কাপড়, পায়জামা-পাঞ্জাবি, কটি পর্যন্ত ইস্ত্রি করে রেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তারা ক্ষমতায় যেতে পারেননি। তাই আমাদের ভুলে গেলে চলবে না—দেশের মানুষ প্রতিদিন নেতাদেরকে, রাজনৈতিক কর্মীদেরকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে।”

বিটিভিতে ঐক্যমত কমিশনের কার্যক্রম প্রচার নিয়েও তিনি উল্লেখ করেন, “চায়ের দোকান, টং দোকান, কফি শপ—খেলা বা সিনেমা বাদ দিয়ে মানুষ এগুলোই দেখছে। অর্থাৎ দেশের মানুষ রাজনীতি ও সিদ্ধান্তগুলো গভীরভাবে ফলো করছে।”

তিনি সতর্ক করে বলেন, “যে দলগুলো সনদকৃত কিংবা সম্মত বিষয়গুলো বাস্তবায়ন নিয়ে ধানাই পানাই করবে, তাদের রাজনীতি আগামী দিনে শেষ হয়ে যাবে। তাই সবাইকে এই ব্যাপারে সচেতন ও ওয়াদাবদ্ধ থাকতে হবে।”

ব্যারিস্টার ফুয়াদ আরও মন্তব্য করেন, “আমরা যদি প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হই, তাহলে জাতি আমাদেরকেও মীরজাফর মনে করবে। আমরা শেখ হাসিনাকে যেমন গালি দিয়েছি, সেই একইভাবে আমাদের প্রতিও মানুষ ক্ষোভ প্রকাশ করবে।”

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এবি পার্টির রংপুর জেলা শাখার আহ্বায়ক আব্দুল বাছেত মারজান, সদস্য সচিব এনামুল হক, মহানগর শাখার আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রউফ, সদস্য সচিব মাহবুবার রহমান, এবি যুব পার্টির জেলার আহ্বায়ক মেহেদী হাসান, সদস্য সচিব আতিকুজ্জামান, মহানগর শাখার আহ্বায়ক রাহাত আরমান রনি, সদস্য সচিব আনোয়ার হোসেন আশিক প্রমূখ।

 

আব্দুর রহমান মিন্টু

রংপুর ব্যুরো চীফ