October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 6th, 2025, 9:25 pm

বাংলাদেশে নির্বাচিত হয়ে যে সরকারই আসুক, তাদের সঙ্গে কাজ করবে ভারত: বিক্রম মিশ্রি

ফাইল ফটো

 

বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনে যে দলই বিজয়ী হয়ে সরকার গঠন করুক, তাদের সঙ্গে কাজ করবে ভারত—এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

সোমবার (৬ অক্টোবর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। খবর বিবিসি বাংলা।

বিক্রম মিশ্রি বলেন, ‘বাংলাদেশ সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা করে যে বার্তা দিয়েছে, আমরা তাতে উৎসাহিত। আমরা আশা করি নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

সভায় সাংবাদিকরা জানতে চান—আওয়ামী লীগ ছাড়া যদি অন্য কোনো দল নির্বাচনে অংশ নিয়ে সরকার গঠন করে, ভারত কি সেই সরকারের সঙ্গে কাজ করবে? এর জবাবে বিক্রম মিশ্রি বলেন, ‘বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকারই ক্ষমতায় আসুক, ভারত তাদের সঙ্গে কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘ভারত সব সময় বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে চায় এবং পারস্পরিক স্বার্থে সহযোগিতা অব্যাহত রাখবে।’

এনএনবাংলা/