October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 4th, 2025, 8:18 pm

বাংলাদেশে প্রতিটি এলাকায় দাঁড়ি পাল্লার পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে জয়নাল আবেদীন

সিলেট অফিস  :

সিলেট -৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন বলেছেন, বাংলাদেশের প্রতিটি এলাকায় দাঁড়িপাল্লার পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। টেকনাফ থেকে তেতুলিয়া, রুপসা থেকে পাথুরিয়া পর্যন্ত দাঁড়িপাল্লার পক্ষে জনগন তাদের রায় দিতে প্রস্তুত রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সব জায়গায় আজ পরিবর্তন শুরু হয়েছে। দেশের মানুষ এখন পরিবর্তন চায়, নতুন নেতৃত্ব চায়।

পাশাপাশি আমরা নির্বাচিত হলে তরুনদের কর্মসংস্থান ও বেকারদের কাজের সুযোগ সৃষ্টি করে দিতে হবে, শিক্ষা, স্বাস্থ্য  যোগাযোগ সহ সকল ক্ষেত্রে আমরা যুগান্তকারী পরিবর্তন চাই। অবহেলিত এ জনপদে জনগনকে সাথে নিয়ে কাজ কাজ করে পিছিয়ে পড়া এ এলাকাকে যুগোপযোগী করে তুলতে চাই।

তিনি শুক্রবার(৩ অক্টোবর) বিকালে গোয়াইনঘাট উপজেলার সোনারহাট উচ্চ বিদ্যালয় হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুই নং পশ্চিম জাফলং ইউনিয়ন শাখা আয়োজিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ইউনিয়ন জামায়াতের সভাপতি এমদাদ উল্ল্যাহর সভাপতিত্বে সেক্রেটারি সেলিম উদ্দিনের উপস্থাপনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা মাশুক আহমদ, পেশাজীবি বিভাগের সহ সভাপতি সাইদুর রহমান, গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল হোসেন, নায়েবে আমীর মাওলানা ফয়েজ আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি মনজুর আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি আজিজুর রহমান আজিজ।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি হুমায়ুন কবির শাহীন, আরিফুল ইসলাম, সাবেক সেক্রেটারি আলীম উদ্দিন, জোবায়ের আহমদ, ইউনিয়ন জামায়াত নেতা আব্দুর রহিম রাজা, ইসলাম উদ্দিন, চেরাগ আলী, খলিল আহমদ, নজরুল ইসলাম, ইউনিয়ন শিবিরের সভাপতি সুফিয়ান আহমদ প্রমুখ।