August 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 18th, 2025, 12:52 pm

বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রাখাইন সীমান্তে আরও ৫০ হাজার রোহিঙ্গা

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের পরিস্থিতি আরও অবনতির কারণে প্রায় ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় অবস্থান নিয়েছে। স্থানীয় কর্মকর্তাদের আশঙ্কা, পরিস্থিতি আরও খারাপ হলে তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে পারে।

রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত রোহিঙ্গা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের (এনটিএফ) এক সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

জাতিসংঘ ও বাংলাদেশ সরকারের তথ্য অনুযায়ী, বর্তমানে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে ১২ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। গত দেড় বছরে রাখাইনে সেনাবাহিনী ও বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতের কারণে আরও প্রায় ১ লাখ ২০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

সভায় জাতিসংঘের প্রতিনিধিরা জানান, আর্থিক সংকটের কারণে ক্যাম্প ব্যবস্থাপনায় বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, জাতিসংঘের খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) তথ্য অনুযায়ী, আগামী নভেম্বরের পর ক্যাম্পে খাদ্য সরবরাহের জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা এখনও হয়নি। তিনি আরও জানান, আগামী সেপ্টেম্বরের পর থেকে ক্যাম্পবাসীদের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহের তহবিলও অনিশ্চিত। ফলে জ্বালানি সংকটে গাছপালা কাটার আশঙ্কা বেড়ে যাচ্ছে।

এ সময় এক কর্মকর্তা জানান, রোহিঙ্গা ব্যবস্থাপনার জন্য বিভিন্ন দেশ যে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেয়, তার প্রায় অর্ধেকই বাস্তবায়িত হয় না।

পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম বলেন, রোহিঙ্গা ইস্যুটি যাতে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব না হারায়, সে জন্য সরকার জাতিসংঘের মাধ্যমে নিউইয়র্কে আন্তর্জাতিক সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে আগামী ২৫ আগস্ট কক্সবাজারে একটি সম্মেলন অনুষ্ঠিত হবে।

এনটিএফ সভার আগে পররাষ্ট্রসচিব ঢাকায় কর্মরত বিদেশি দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের রোহিঙ্গা পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করেন এবং ক্যাম্প ব্যবস্থাপনায় দেওয়া আর্থিক সহায়তার প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানান।

সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নজরুল ইসলাম, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও সরকারের সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।