অনলাইন ডেস্ক :
ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরেছেন জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বুধবার অস্ট্রেলিয়া থেকে দুপুর ১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এই সময় হাথুরুর সঙ্গে ছিলেন তার ছেলে। এদিন একই সময়ে শ্রীলঙ্কা থেকে ফিরেছেন তাওহীদ হৃদয়। বিমানবন্দর থেকে কোচ এবং ক্রিকেটারকে বের হতে দেখা গেছে একই সময়ে। তবে বের হয়ে আলাদা গাড়িতে বিমানবন্দর ত্যাগ করেছেন তারা। সেখানে টাইগারদের প্রধান কোচের সঙ্গে অধিনায়ক ইস্যুতে কথা বলবেন বিসিবি প্রধান। টাইগার ওয়ানডে অধিনায়কের ইস্যুতে ঝুলে রয়েছে এশিয়া কাপের দল দেওয়ার বিষয়টি।
আরও পড়ুন
শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের প্রথম সিরিজ জয়
৭০ বছরের রেকর্ড – মাত্র ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
সিরিজ জয়ে চোখ বাংলাদেশের