November 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 12th, 2025, 7:18 pm

বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট: তিন ব্যাটারে বাংলাদেশের দুর্দান্ত দিন

 

সিলেটে অনুষ্ঠিত বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ শক্ত অবস্থানে রয়েছে। দিনশেষে টাইগাররা সংগ্রহ করেছে ১ উইকেটে ৩৩৮ রান, আয়ারল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে ৫২ রানে এগিয়ে। অপরাজিত আছেন মাহমুদুল হাসান জয় ১৬৯ ও মুমিনুল হক ৮০ রানে।

দিন শুরুতেই আয়ারল্যান্ডকে ২৮৬ রানে গুটিয়ে দেন বাংলাদেশের বোলাররা। মেহেদী হাসান মিরাজ নেন ৩ উইকেট, আর হাসান মুরাদ, হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম নেন প্রত্যেকে ২টি করে উইকেট।

এরপর ব্যাট হাতে জ্বলে ওঠেন বাংলাদেশের ওপেনাররা। সাদমান ইসলাম ৮০ রানে আউট হলেও মাহমুদুল হাসান জয় ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন এবং ১৬৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। মুমিনুল হকও ৮০ রানে তার পাশে সঙ্গ দিচ্ছেন।

২০১৫ সালের পর এটি বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং জুটি (১৬৮ রান) এবং টেস্টে চতুর্থ সর্বোচ্চ। দেশের মাটিতে এই দাপুটে পারফরম্যান্সের কারণে ম্যাচের নিয়ন্ত্রণ দৃঢ়ভাবে বাংলাদেশের হাতে।

সংক্ষিপ্ত স্কোর

আয়ারল্যান্ড ১ম ইনিংস: ৯২.২ ওভারে ২৮৬ (স্টার্লিং ৬০, কারমাইকেল ৫৯, ক্যাম্ফার ৪৪; মিরাজ ৩/৫০, মুরাদ ২/৪৭, হাসান মাহমুদ ২/৪২, তাইজুল ২/৭৮, রানা ১/৬৫)

বাংলাদেশ ১ম ইনিংস: ৮৫ ওভারে ৩৩৮/১ (মাহমুদুল হাসান জয় ১৬৯*, সাদমান ইসলাম ৮০, মুমিনুল হক ৮০*; হামফ্রেস ১/৭৪)

এনএনবাংলা/