অনলাইন ডেস্ক :
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ ইমার্জিং দলের পিছু ছাড়ছে না বৃষ্টি। প্রায় প্রতিদিনই পড়ছে বিরূপ প্রকৃতির বাগড়া। দ্বিতীয় চার দিনের ম্যাচে তৃতীয় দিন খেলা হয়েছে স্রেফ ৪০ ওভার। ডাম্বুলায় তৃতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৭ উইকেটে ২১৯ রান। প্রথম ইনিংসে এখনও ৩২ রানে পিছিয়ে তারা। বৃষ্টির কারণে ম্যাচের প্রথম দিন হারিয়ে যায় ৪৩ ওভার। পর দিনও ২৮ ওভার কম খেলা হয় প্রকৃতির বাগড়ায়। আগের দিন করা ৩ উইকেটে ৮১ রানের সঙ্গে বুধবার আরও ১৩৮ রান যোগ করেছে শ্রীলঙ্কা।
কিপার-ব্যাটসম্যান পাভান রাতেœয়েকে ৪৪ রানে অপরাজিত রয়েছেন। আহান উইক্রামাসিংহে আউট হয়েছেন ৩৯ রান করে। বাংলাদেশের পক্ষে এখন পর্যন্ত ২টি করে উইকেট নিয়েছেন তিন পেসার রিপন ম-ল, মুশফিক হাসান, নাহিদ রানা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ইমার্জিং দল ১ম ইনিংস: ২৫১
শ্রীলঙ্কা ইমার্জিং দল ১ম ইনিংস: (আগের দিন ৮১/৩) ৬১ ওভারে ২১৯/৭ (দিনুশা ২৫, আহান ৩৯, রাতœায়েকে ৪৪*, চামিন্দু ২৪, সেনারাতেœ ২৩, গুনাসেকারা ৮*; রিপন ১৬-৩-৫৬-২, মুশফিক ১৩-৬-৩০-২, রানা ১৩-২-৫৬-২, মুরাদ ১০-১-৪৩-০, রকিবুল ৮-৩-১৯-১, জয় ১-০-২-০)
আরও পড়ুন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম