অনলাইন ডেস্ক :
২০২৪ সালে ফ্রান্সের প্যারিসে হবে অলিম্পিক। বৈশ্বিক এই আসরের অন্যতম ইভেন্ট হলো নারী ফুটবল। অলিম্পিকের মূল পর্বে খেলতে হলে এশিয়ার দেশগুলোকে পাড়ি দিতে হবে বাছাই পর্ব। বৃহস্পতিবার (১২ জানুয়ারী) মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে এশিয়ান অঞ্চলের বাছাইয়ের ড্র। ২৬টি দেশকে সাতটি গ্রুপে ভাগ করা হয়েছে। ড্রতে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশের মেয়েরা। যেখানে সাবিনা-কৃষ্ণাদের প্রতিপক্ষ ইরান, মিয়ানমার ও মালদ্বীপ। এ বছরের ৩ থেকে ১১ এপ্রিল হবে বাছাইয়ের ম্যাচগুলো। প্রতিটি গ্রুপের সেরা দল চলে যাবে অলিম্পিক বাছাইয়ের পরের রাউন্ডে। তবে ম্যাচগুলো কোথায় হবে তা এখনো চূড়ান্ত হয়নি। ‘জি’ গ্রুপে জায়গা পেয়েছে প্রতিবেশী দেশ ভারত। তাদের প্রতিপক্ষ কিরগিজস্তান ও তুর্কমেনিস্তান।
আরও পড়ুন
জয় দিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা