জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের করোনা ভ্যাকসিন তৈরি এবং অন্যান্য দেশে রপ্তানি করার সক্ষমতা রয়েছে ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর সৃজনশীল অর্থনীতিতে পুরস্কার প্রবর্তনের জন্য ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে সোমবার সংসদে আনা একটি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, তার সাম্প্রতিক যুক্তরাজ্য ও ফ্রান্স সফরে তিনি বিশ্বনেতাদের বলেছেন বাংলাদেশ করোনার ভ্যাকসিন তৈরি করতে চায় এবং বাংলাদেশকে যেনো এটা করতে দেয়া হয়।
তিনি বলেন, আমি তাদের বলেছি বাংলাদেশে করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরিতে সব বাধা দূর করতে। এটা সারা বিশ্বের মানুষের অধিকার, এটাকে বিশ্বজনীন কল্যাণ হিসেবে ঘোষণা করা উচিত।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সুযোগ পেলে ভ্যাকসিন তৈরি করবে। কারণ আমাদের সেই সক্ষমতা রয়েছে। এছাড়া সরকার ইতোমধ্যে এই উদ্দেশ্যে একটি জমিও বরাদ্দ করেছে।
তিনি বলেছেন, আমরা বিশ্বে ভ্যাকসিন সরবরাহ করতে পারি।
শেখ হাসিনা বলেন, করোনা মোকাবিলায় সাফল্যের জন্য বাংলাদেশ বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার