December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 19th, 2024, 7:12 pm

বাংলাদেশ কি পারবে ভারত, পাকিস্তান ও ইংল্যান্ডের কীর্তি ছুঁতে

প্রথম দুই ম্যাচ জিতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি–টুয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:
সেন্ট ভিনসেন্টে কি হ্যাটট্রিক জয় পাবে বাংলাদেশ?

বাংলাদেশ সময় আগামীকাল সকালে লিটনরা সেটি পেয়ে গেলে বড় ঘটনাই হবে। তাতে যেমন ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের বদলা নেওয়া হবে, তেমনি প্রতিপক্ষকে তাদেরই মাঠে তিন ম্যাচের টি–টুয়েন্টি সিরিজে ধবলধোলাই করার এক যুগের অপেক্ষা ফুরাবে বাংলাদেশের।

টি–টুয়েন্টিতে একাধিক ম্যাচের পাঁচটি সিরিজে প্রতিপক্ষকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। সেই পাঁচ সিরিজের দুটি ছিল তিন ম্যাচের—একটি আয়ারল্যান্ড ও অন্যটি ইংল্যান্ডের বিপক্ষে। ২০২৩ সালের মার্চে ঘরের মাঠে সে সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ধবলধোলাই করাটা বিস্ময়কর ঘটনাই ছিল। তিন ম্যাচের অন্য সিরিজটি ২০১২ সালে। আয়ারল্যান্ড সফরে আইরিশদের ধবলধোলাই করেছিল বাংলাদেশ।

টি-টুয়েন্টিতে বাংলাদেশের

প্রতিপক্ষকে ধবলধোলাই

ফল                                                                       বিপক্ষ                                                          সাল

৩-০                                                                       আয়ারল্যান্ড*                                               ২০১২

২-০                                                                       জিম্বাবুয়ে                                                      ২০২০

২-০                                                                 আরব আমিরাত*                                              ২০২২

৩-০                                                                       ইংল্যান্ড                                                       ২০২৩

২-০                                                                  আফগানিস্তান                                                  ২০২৩

এক যুগ পর ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে ধবলধোলাই করতে পারলে সেটির মাহাত্ম্য যে আরও বড় হবে, সেটি না বললেও চলে। একে তো ওয়েস্ট ইন্ডিজ এ সংস্করণে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন, তার ওপর ঘরের মাঠে তাদের ইতিহাস।

এমন নয় যে ওয়েস্ট ইন্ডিজ ঘরের মাঠে টি–টুয়েন্টিতে কখনো ধবলধোলাই হয়নি। একাধিক ম্যাচের টি–টুয়েন্টি সিরিজে ক্যারিবীয়রা ঘরের মাঠে চারবার ধবলধোলাই হয়েছে। তবে এর দুটি ছিল তিন ম্যাচের সিরিজ, দুবারই ২০১৯ সালে।

তিন ম্যাচের টি–টুয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করা দলের সংখ্যা।
ওই বছরের মার্চে ইংল্যান্ডের কাছে ৩–০–তে হারের পর আগস্টে ভারতের কাছে একই ব্যবধানে হারে ওয়েস্ট ইন্ডিজ। এর পর ঘরের মাঠে ১৩টি তিন বা এর বেশি ম্যাচের টি–টুয়েন্টি সিরিজ খেলে একবারও ধবলধোলাই হয়নি দলটি। এই ১৩ সিরিজের ৮টিতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, হেরেছে চারটিতে, ড্র হয়েছে অন্য সিরিজটি।

দেশ–বিদেশ মিলিয়েই তিন ম্যাচের টি–টুয়েন্টি সিরিজে খুব বেশি ধবলধোলাই হয়নি ওয়েস্ট ইন্ডিজ—মাত্র ৭ বার। ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের সিরিজে ধবলধোলাই করতে পারা দলের সংখ্যা তিন। তিনবার করে এই কীর্তি আছে ভারত ও পাকিস্তানের, অন্য দলটি ইংল্যান্ড।