নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) :
বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত” এই শ্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় প্রশিকা অডিটোরিয়ামে নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়ন শাখার কর্মীদের নিয়ে এ কাউন্সিল ও কর্মী সমাবেশের আয়োজন করা হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা মো: আবদুস ছাত্তারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বিএম গিয়াস উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মুহসিনুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা মাইনুল ইসলাম খন্দকার,কেন্দ্রীয় কমিটির সাবেক শুরার সদস্য মাওলানা সামছুদ্দিন আহমেদ,বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম কাসেমী,ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা সাইফুল্লাহ বিন আনসারী,উপদেষ্টা মাওলানা কামরুজ্জামান,সহ-সভাপতি মাওলানা মো: ইসলাম উদ্দিন ফারুকী, মাওলানা আবদুল কাদির,মাওলানা মোজাহিদুল ইসলাম,মাওলানা নুরুল আমিন খান।
সভায় বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি খলিলুর রহমান,মাওলানা কাজী আনোয়ার হোসাইন,মাওলানা ফখরুল ইসলাম কাসেমী,মাওলানা ইসমাইল হোসেন বুখারি,সাংগঠনিক সম্পাদক মাওলানা আমীর আহমদ,মাওলানা ফরিদ উদ্দিন পাঠান,প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শরীফ উদ্দিন,মাওলানা হোসাইন আহমেদ নুরপুরী,কামরুল ইসলাম,মুফতি সাইদুর রহমান ও উপজেলা যুব মজলিসের সভাপতি মোহাম্মদ ফখরুদ্দিন আহমেদ বিশালসহ বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরে দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সকলের প্রস্তাব,পরামর্শ ও সর্বসম্মতিক্রমে মাওলানা আবদুস ছাত্তারকে সভাপতি,বিএম গিয়াস উদ্দিনকে সাধারণ সম্পাদক, মুফতি সাইদুর রহমানকে সাংগঠনিক সম্পাদক, মাওঃ হুসাইন আহমদ নূরপুরীকে প্রশিক্ষণ সম্পাদক ও হাফেজ তাজুল ইসলামকে প্রচার সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষনা করা হয়।
সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর)আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা সাইফুল্লাহ মোহাম্মদ বিন আনসারীর পক্ষে দলীয় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান ।
পরে দেশ জাতির কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
সিলেটের ৬১৮টি মন্ডপে চলছে দুর্গা পূজার প্রস্তুতি: শুরু ২৮ সেপ্টেম্বর
সোনাইমুড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কা দিলে চালক নিহত ৮ জন আহত
ষড়যন্ত্র করে গণতন্ত্রকে সাময়িকভাবে বাঁধাগ্রস্ত করা যায়, কিন্ত দীর্ঘ মেয়াদের গণতন্ত্রেরই বিজয় হয়