নিজস্ব প্রতিবেদক, রংপুর :
বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছর পূর্তিতে দিন ব্যাপী অনুষ্ঠান করেছে থিয়েটার ফোর্স, রংপুর। শুক্রবার সকাল হতে দিনব্যাপী পাবলিক লাইব্রেরি হলরুমে বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। থিয়েটার ফোর্সের কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় সংগীতের তালে পতাকা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশুদের নাট্য কর্মশালা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, যুদ্ধ সে আর নয় নাটকের প্রদর্শনী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মাহবুবুর রহমান, অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ও রংপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আকবর আলী, বিশেষ অতিথি গ্রাম থিয়েটার বেগম রোকেয়া সমন্বয়কারী রংপুর অঞ্চল নিজামুল ইসলাম বাবলু, থিয়েটার ফোর্স এর সভাপতি নবীউল্ল্যা পান্না, কারমাইকেল কলেজের সাবেক ভিপু আলাউদ্দিন। অনুষ্ঠানে উৎসব উদযাপন কমিটির সমন্বয়কারী এম এইচ খান সুজাদ এর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক কালচারাল অফিসার ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এএসএম আব্দুল রহিম, উৎসব উদযাপন কমিটির সাংস্কৃতিক বিষয়ক আহবায়ক একারামুল হোসেন শাহাদাত, সদস্য সচিব আতিকুর রহমান তোকদারসহ উদযাপন কমিটির সদস্যবৃন্দ।
আরও পড়ুন
জেলেদের চাল আত্মসাত: অভিযোগের তীর ইউপি প্রশাসক ও দুই বিএনপি নেতার বিরুদ্ধে
শ্রীমঙ্গল-কমলগঞ্জের সাংবাদিকদের সম্মানে হাজী সেলিম ফাউন্ডেশন এর ইফতার মাহফিল ও মতবিনিময়
ঈদকে সামনে রেখে সুন্দরবনে বাড়তি নিরাপত্তা, বনজ সম্পদ রক্ষায় কর্মকর্তাদের ছুটি বাতিল