July 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 9th, 2025, 7:09 pm

বাংলাদেশ-চীন-পাকিস্তানের ঘনিষ্ঠতায় উদ্বিগ্ন ভারতের প্রতিরক্ষা প্রধান

জেনারেল অনিল চৌহান/ ফাইল ফটো

 

বাংলাদেশ, চীন এবং পাকিস্তানের অভিন্ন স্বার্থের সম্ভাব্য মিল ভারতের স্থিতিশীলতা ও নিরাপত্তা ব্যবস্থায় গুরুতর প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধান (সিডিএস) জেনারেল অনিল চৌহান। মঙ্গলবার ভারতের থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের (ওআরএফ) এক আলোচনায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন তিনি।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৮ জুলাই) অনিল চৌহান বলেন, চীন, পাকিস্তান ও বাংলাদেশ নিজেদের স্বার্থে একে অন্যের প্রতি ঝুঁকছে। এই ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে।

ভারতের গবেষণা প্রতিষ্ঠান অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় জেনারেল চৌহান আরও বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো ঋণ–কূটনীতির সাহায্যে প্রভাব বিস্তারের মধ্য দিয়ে ভারতের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। পাশাপাশি ঘনঘন সরকার পরিবর্তন এবং সেই সঙ্গে তাদের আদর্শচ্যুতিও ভারতের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠছে।

অনুষ্ঠানে সম্প্রতি পাকিস্তানের ভূখণ্ডে চালানো ভারতীয় সামরিক বাহিনীর ‘অপারেশন সিন্দুর’ নিয়েও কথা বলেন অনিল চৌহান। অভিযান চলাকালীন পাকিস্তানকে চীন কতটা রাষ্ট্রীয় সহায়তা দিয়েছিল; তা নির্ধারণ করা কঠিন বলেও জানিয়েছেন তিনি। অনিল চৌহান বলেছেন, সংঘাতের সময় ভারতের উত্তর সীমান্তে কোনও অস্বাভাবিক তৎপরতা দেখা যায়নি।

অপারেশন সিন্দুরের বিষয়ে ভারতীয় এই জেনারেল বলেন, সম্ভবত এটি প্রথম কোনও ঘটনা যে, দুটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছিল।

এনএনবাংলা/আরএম