অনলাইন ডেস্ক :
চার জাঁতি টুর্নামেন্ট খেলতে শুক্রবার শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। উজবেকিস্তান থেকে আগের দিন শ্রীলঙ্কায় পৌঁছানো সাত জন এদিন সময় কাটিয়েছেন জিমনেশিয়ামে ও সুইমিংপুলে। অন্তর্বর্তীকালীন কোচ মারিও লেমোস দল নিয়ে মাঠের অনুশীলন শুরু করবেন শনিবার থেকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় বেলা ৩টায় শ্রীলঙ্কায় পৌঁছায় দল। খেলোয়াড়দের সবাই ভালো আছে বলে ভিডিও বার্তায় জানিয়েছেন টিম ম্যানেজার সত্যজিৎ দাস রুপু। “খেলোয়াড়রা সবাই নিয়ম অনুযায়ী তাদের রুমে অবস্থান করছে। নিয়ম অনুযায়ী তাদের কোভিড-১৯ পরীক্ষা করা হবে। রিপোর্ট পাওয়া সাপেক্ষে রোববার থেকে আমরা অনুশীলন কার্যক্রম শুরু করতে পারব। দলের সবাই ভালো আছে, যারা আগে এসেছে, তারাও ভালো আছে।” উজবেকিস্তানে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ে খেলা দলের সাত জন আগের দিন সরাসরি শ্রীলঙ্কা পৌঁছান। এই সাত জন হলেন-রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত, রহমত মিয়া, টুটুল হোসেন বাদশা, মোহাম্মদ হৃদয়, ফয়সাল ও মাহবুবুর রহমান সুফিল। শুক্রবার হোটেলে জিমনেশিয়াম ও সুইমিংপুলে সময় কাটিয়েছেন তারা। শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে ট্রফিতে আগামী ৮ নভেম্বর সিশেলসের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে বাংলাদেশ। ১১ নভেম্বর মুখোমুখি হবে মালদ্বীপের। তিন দিন পর প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর