মুদ্রা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের দেওয়া ২০০ মিলিয়ন ডলার ঋণের মধ্যে দ্বিতীয় কিস্তিতে আরও ১০০ মিলিয়ন ডলার পরিশোধ করেছে শ্রীলঙ্কা।
গত মাসে দেশটি ঋণ পরিশোধের প্রথম কিস্তিতে ৫০ মিলিয়ন ডলার পরিশোধ করেছে।
অর্থনৈতিক সংকটের সময় বাংলাদেশ তার বৈদেশিক মুদ্রার মজুদ থেকে ২০০ মিলিয়ন ডলার শ্রীলঙ্কাকে ঋণ দিয়েছিল।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেসবাউল হক বলেন, বাকি ৫০ মিলিয়ন ডলার চলতি বছরের মধ্যে পরিশোধ করার কথা রয়েছে।
শ্রীলঙ্কার অর্থনীতি পুনরুজ্জীবিত করার জন্য বাংলাদেশ ঋণ পরিশোধের সময় বাড়িয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাক্ষাৎ
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী