অনলাইন ডেস্ক :
দক্ষিণ আফ্রিকার মাটিতে জয়ের গিট্টু খুলে গিয়েছিল গত ১৮ মার্চ। পাঁচ দিনের মধ্যেই ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়েছে টাইগাররা। জয়ের আনন্দেই গত বৃহস্পতিবার জোহানেসবার্গ থেকে ডারবানে গেছে বাংলাদেশ দল। আগামী ৩১ মার্চ ডারবানেই প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে মুমিনুল হকের দল। গত কয়েক মাসে তীব্র সমালোচনার তোপে ছিলেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। কিন্তু নীরবে ঠিকই বাংলাদেশকে সাফল্য এনে দিচ্ছেন তিনি। নিজের কাজ দিয়েই জবাব দিচ্ছেন ডমিঙ্গো। গত বুধবার রাতে স্বদেশের বিপক্ষে বাংলাদেশের জয়ে নেচেছেন তিনি। এই সিরিজ জয়ের মূল্যটা বেশ চড়াই দেখছেন ডমিঙ্গো। ম্যাচের পর শীষ্যদের বলেছেন, এখন বিশ্বকাপ জয়ের বিশ্বাস আসা উচিত বাংলাদেশ দলে। ডারবানে যাওয়ার আগে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এমনটাই বলেছেন। তিনি বলেন, ‘রাসেল খুব ভালো একটা কথা বলেছেন। ম্যাচ শেষে আমরা যখন ড্রেসিংরুমে কথা বলি তখন সে বলেছে, এই সিরিজ জয়ের পর তোমরা যদি বিশ্বাস করতে না পারো যে, তোমরা বিশ্বকাপ জিততে পারবে না, তাহলে আর কোনো কিছুতে বিশ্বাস করবে না। আমার মনে হয় খুব ভালো একটা বার্তা ছিল এটি।’ ওয়ানডেতে ভালো দল হলেও দেশের বাইরে সুখস্মৃতি কমই আছে বাংলাদেশের। তামিমের মতে, এই শুরু হলো, সামনে যেতে হবে বহুদূর। ঐতিহাসিক সিরিজ জয়ে দল সংশ্লিষ্ট সবার অবদান স্বীকার করেছেন বাংলাদেশের অধিনায়ক। গতকাল তামিম বলেন, ‘অবশ্যই তারা অনেক বড় ভূমিকা পালন করেছে। ওদের কাছে যতটুকু তথ্য ছিল তারা তা দিয়েছে। এর সঙ্গে আমাকে এটাও বলতে হবে যে, এই সিরিজ জয়ের পেছনে যারা কাজ করে গেছেন আমাদের সঙ্গে তাদের ভুলে গেলে কি হবে। তাদেরও অবদান আছে। যারা কাজ করছেন তাদের তো অবশ্যই আছে।’ তিন ম্যাচের সিরিজে প্রোটিয়াদের ২-১ এ হারানোর কৃতিত্বে দলের সবার কথাই স্মরণ করেছেন তামিম। বাঁহাতি এ ওপেনার বলেছেন, ‘দলীয় প্রচেষ্টা মানে, এখানে কোচিং স্টাফরাও আছেন। ২৫-৩০ জনের যে স্কোয়াডটা আছি ম্যাসাজ ম্যান, থ্রোয়ারÑসবাই অবদান রেখেছে।’
আরও পড়ুন
চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, বাদ সাকিব-লিটন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল