January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 13th, 2021, 7:52 pm

বাংলাদেশ দলে নাইজেরিয়ান বংশোদ্ভুত

অনলাইন ডেস্ক :

আগামী ১ অক্টোবর মালদ্বীপে শুরু হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের কাছে প্রাথমিক দল দিতে হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। জমা দেওয়া ৩৪ সদস্যের বাংলাদেশ দলে প্রথমবারের মতো জায়গা হয়েছে নাইজেরিয়ান বংশোদ্ভুত এলিটা কিংসলের! অবশ্য নাইজেরিয়ান বংশোদ্ভুত হলেও এলিটা এখন বাংলাদেশি। কিন্তু বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য ফিফার ছাড়পত্র পাননি তিনি। এ নিয়ে ফিফার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সোমবার বলেছেন, ‘সাফের কাছে ৩৪ জন খেলোয়াড়ের নাম পাঠানো হয়েছে। এর মধ্যে কিংসলে রয়েছে। তাকে বাংলাদেশ দলে খেলাতে হলে যেন প্রশাসনিক কোনও সমস্যা না থাকে। সেজন্য ফিফার কিছু ডকুমেন্টস দরকার ছিল। ইমিগ্রেশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি নিয়ে তাদের দেওয়া হয়েছে। এখন শিগগিরই জুম মিটিং করা হবে।’ আগামী ২০ সেপ্টেম্বর থেকে সাফের ক্যাম্প শুরু হতে পারে। সেখানেও কিংসলের থাকার সম্ভাবনা রয়েছে।