January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 30th, 2022, 7:22 pm

বাংলাদেশ – দ.কোরিয়ার সমঝোতা স্মারক সই

বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় এবং দক্ষিণ কোরিয়ার বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয় দুই দেশের মধ্যে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং-কেউন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমানের সঙ্গে একটি সাম্প্রতিক বৈঠকে কোরিয়ার প্রতিমন্ত্রী লিম হেইসুকের স্বাক্ষরিত এমওইউ হস্তান্তর করেন।

রবিবার ঢাকাস্থ দক্ষিণ কোরিয়ার দূতাবাস জানিয়েছে চুক্তির ভিত্তিতে, মন্ত্রী ইয়াফেস স্বাক্ষরিত এমওইউটি গত বছরের নভেম্বরে একটি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কোরিয়ায় পাঠানো হয়েছিল।

মহামারি পরিস্থিতির কারণে উভয় পক্ষই মুখোমুখি স্বাক্ষর অনুষ্ঠান করতে পারেনি বলে দূতাবাস জানিয়েছে।

দুই দেশের সরকারের মধ্যে ১৯৯৫ সালের মে মাসে স্বাক্ষরিত বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতা চুক্তির বাস্তবায়ন কার্যকর করার জন্য এই সমঝোতা স্মারকটি করা হয়েছে।

সমঝোতা স্মারকে একটি যৌথ কমিটি গঠনসহ বিভিন্ন ক্ষেত্র এবং সহযোগিতার ধরন উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রদূত লি বলেন, এই সমঝোতা স্মারকটি দুই দেশের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতাকে আরও তরান্বিত করতে একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক ভিত্তি স্থাপন করেছে।

অনুষ্ঠানে এই লক্ষ্যে তিনি তার প্রতিশ্রুতি ও ইচ্ছা প্রকাশ করেন।

—ইউএনবি