দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর স্টাফ রিপোর্টার তুহিনকে কুপিয়ে হত্যার চেষ্টা ও সাংবাদিক নির্যাতনের ঘটনার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১৪ আগস্ট) দুপুর ৪টায় রংপুর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ প্রেস ক্লাব, রংপুর জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশনের সাংবাদিকরা অংশ নেন।এসময় বক্তব্য রাখেন জেলা সভাপতি মোঃ সুজন আহমেদ ও সাধারন সম্পাদক আনোয়ার হোসেন ছাড়াও পীরগঞ্জ উপজেলা বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ রায়হান বিপ্লব, আব্দুল করিম সরকার, ফারজুল ইসলাম জুয়েল সরকার তারিকুল ইসলাম,সুলতান আহমেদ, বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগীয় কমিটির সাবেক সভাপতি মাহফুজ আলম প্রিন্সসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, সাংবাদিকদের উপর হামলা ও হত্যাচেষ্টা গণতন্ত্র ও বাকস্বাধীনতার জন্য বড় হুমকি। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পাশাপাশি দেশে চলমান সাংবাদিক নির্যাতন, নিপীড়ন ও হয়রানির অবসান ঘটানোর আহ্বান জানানো হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু সাংবাদিকদের উপর একের পর এক হামলা প্রমাণ করে, দেশে মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়েছে। আয়োজকরা জানান, দোষীদের আইনের আওতায় না আনা হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
সৈয়দ রায়হান বিপ্লব
পীরগঞ্জ, রংপুর
আরও পড়ুন
মনিপুরি ললিতকলা একাডেমির উপ-পরিচালকের বিরুদ্ধে শিল্পীদের সম্মানী ভাতার অর্থ আত্মসাতের অভিযোগ
তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ব্যাহত হচ্ছে সেবার মান; মৌলভীবাজার চক্ষু হাসপাতালে স্বজনপ্রীতি