রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা বিশিষ্ট ভবনে লাগা আগুন এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, কেন্দ্রীয় ব্যাংকের চতুর্থ তলায় সোমবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আগুন লাগে এবং ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এতে সাড়া দেয়।
তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের সদস্যরা সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।’
আনোয়ারুল বলেন, বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় গুদামঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। তবে এ নিয়ে আর বিস্তারিত জানাতে পারেননি এই কর্মকর্তা।
—ইউএনবি
আরও পড়ুন
নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ কিশোর নিহত
গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১২ শ্রমিক
কমলগঞ্জে আধুনিক চাষাবাদের বিস্তারে হারিয়ে যাচ্ছে আখ চাষ