নেপালের রাজধানী কাঠমান্ডুতে সম্প্রতি ‘থান্ডার কিকের প্রশিক্ষণ পদ্ধতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গেল ২১ সেপ্টেম্বর এই সেমিনারটি আয়োজন করে বাংলাদেশ ব্যুত্থান এসোসিয়েশন। কাঠমান্ডুর ন্যাশনাল স্পোর্টস একাডেমিতে ১৮ জন কমব্যাট স্পোর্টস অনুশীলনকারী অংশগ্রহণ করেন। সেমিনারে গ্র্যান্ড মাস্টার ইউরী বজ্রমুনি তার বিশ্বরেকর্ড ভিত্তিক শিক্ষার অভিজ্ঞতা তাদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন।
জানা গেছে, ‘থান্ডার কিকের প্রশিক্ষণ পদ্ধতি’ , যা ক্রীড়া বিজ্ঞানের নীতিমালা, বজ্রপ্রাণ ব্যায়াম এবং ঐতিহ্যবাহী পদ্ধতির সমন্বয়ে গঠিত একটি বিশেষ প্রশিক্ষণ ব্যবস্থা। এটি গতিশীল পায়ের শক্তি ও বিস্ফোরণশক্তি বৃদ্ধিতে সহায়ক।
একাডেমির প্রতিষ্ঠাতা ও সিইও গণেশ, গ্র্যান্ড মাস্টার ইউরী বজ্রমুনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘অসাধারণ ও সমৃদ্ধ সেশন, যা কেবল কমব্যাট অ্যাথলেটদের জন্যই নয় বরং যে কোনো ক্রীড়া অনুশীলনকারীর জন্য উপকারী, যারা ফূর্তি, গতি এবং শক্তি বাড়ানোর চেষ্টা করছেন।’
সেমিনারে অংশগ্রহণকারীরা গ্র্যান্ড মাস্টারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। এই সেমিনার যেমন ব্যুত্থানের বিস্তারে সহায়তা করেছে তেমনি বাংলাদেশ ও নেপালের সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পর্ককে আরো দৃঢ় করেছে। পাশাপাশি নেপালি ক্রীড়াবিদদের সামনে থান্ডার কিকের গভীর দর্শন ও বিজ্ঞান উন্মোচন করছে।
ব্যুত্থান যার অর্থ ‘জাগরণ’, একটি বাংলাদেশি মার্শাল আর্ট ও কমব্যাট স্পোর্টস যা আত্মরক্ষা ও ব্যক্তিগত বিকাশের উপর গুরুত্ব দেয়।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যুত্থান এসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় ১৯৮১ সালে এবং ২০১৩ সালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে ব্যুত্থানকে আনুষ্ঠানিকভাবে জাতীয় ক্রীড়া হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সম্প্রতি, UNESCO-ICM তাদের সরকারি ওয়েবসাইটে ব্যুত্থানকে স্থান দিয়েছে এবং এটি একটি স্বতন্ত্র বাংলাদেশি কমব্যাট স্পোর্টস ও মার্শাল আর্ট হিসেবে বৈশ্বিক গুরুত্বের স্বীকৃতি প্রদান করেছে।
এনএনবাংলা/
আরও পড়ুন
ফিফা কমিটিতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল
ক্রীড়া উপদেষ্টা ভোটারদের ডেকে নিয়ে হুমকি দিয়েছেন : আমিনুল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি বুলবুল, সহসভাপতি শাখাওয়াত ও ফারুক