অনলাইন ডেস্ক :
ফুটবল বিশ্বকাপ উন্মাদনার মাঝে অনেকটা আড়ালেই পড়ে গিয়েছিল ভারতীয় দলের বাংলাদেশ সফর। ইতোমধ্যেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং প্রথম টেস্ট হয়ে গেছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মিরপুর শেরেবাংলায় শুরু হবে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। মঙ্গলবার (২০ ডিসেম্বর) এই ম্যাচের জন্য টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মাত্র ১০০ টাকায় দেখা যাবে ঢাকা টেস্ট। ইস্টার্ন স্ট্যান্ডের গ্যালারির জন্য এই মূল্য প্রযোজ্য। এ ছাড়া উত্তর ও দক্ষিণ স্ট্যান্ডের টিকিটের মূল্য ২০০ টাকা, ক্লাব হাউস ৩০০ আর ভিআইপি স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ৫০০ টাকায়। সবচেয়ে দামি টিকিট গ্র্যান্ড স্ট্যান্ডের। মূল্য ১০০০ টাকা। চট্টগ্রাম টেস্টে পরাজয়ের পর সাকিবরা নিশ্চয়ই মিরপুরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন। টিকিট পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে। আজ বুধবার থেকেই টিকিট ছাড়া হবে। কাউন্টার খোলা থাকবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। স্টক থাকা সাপেক্ষে ম্যাচের দিনও টিকিট পাওয়া যাবে। উল্লেখ্য, ওয়ানডে সিরিজ দিয়েই শুরু হয় বাংলাদেশ-ভারতের ক্রিকেট লড়াই। সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ।
আরও পড়ুন
একটা ধাক্কায় কোহলির ৪ লাখ টাকা জরিমানা
মাশরাফি–সাকিব কি খেলবেন বিপিএলে?
মিমো-নিলয়দের প্যাডসর্বস্ব দল হারালো বিমানবাহিনীকে