March 31, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 25th, 2025, 1:33 pm

বাংলাদেশ-ভারত মুখোমুখি আজ, দেখবেন কোথায়?

ছবি- সংগৃহীত

অনলাইন ডেস্ক

বাংলাদেশ-ভারতের মধ্যকার উত্তেজনাপূর্ণ ফুটবল লড়াই অনুষ্ঠিত হবে আজ। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের এই ম্যাচে ভারতের সাবেক অধিনায়ক সুনীল ছেত্রী ফিরেছেন অবসর ভেঙে, অন্যদিকে বাংলাদেশ দলে যুক্ত হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শিলংয়ে শুরু হবে ম্যাচটি, যা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস টিভি চ্যানেল এবং তাদের ইউটিউব চ্যানেল।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ভারত অনেক এগিয়ে। ভারতের অবস্থান ১২৬তম, আর বাংলাদেশ আছে ১৮৫ নম্বরে। দুই দলের ৩১ সাক্ষাতে ভারতের জয় ১৬ ম্যাচে, বাংলাদেশের মাত্র তিনটি, আর ১২টি ম্যাচ হয়েছে ড্র।

প্রথমবার ১৯৭৮ সালে এশিয়ান গেমসে মুখোমুখি হয়েছিল দুই দল, যেখানে ভারত ৩-০ গোলে জিতেছিল। বাংলাদেশ প্রথম জয় পায় ১৯৯১ সালের দক্ষিণ এশিয়ান গেমসে ২-১ ব্যবধানে। ভারতের বিপক্ষে বাংলাদেশের শেষ জয় ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে। তবে শেষ পাঁচ লড়াইয়ে ভারতের জয় মাত্র একবার, বাকি চারটি ম্যাচ ড্র হয়েছে।

বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা আত্মবিশ্বাসী, ‘আমরা এই ম্যাচের জন্য ২৪ দিন কঠোর পরিশ্রম করেছি। এটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। আশা করি, ভারতের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারবো।’

এখন দেখার পালা, মাঠে কতটা লড়াই জমাতে পারে দুই দল!