অনলাইন ডেস্ক :
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। চট্টগ্রামে অনুষ্ঠেয় এই সিরিজের টিকিটের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে ২০০ টাকায় গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন সমর্থকরা। সর্বোচ্চ টিকিট মূল্য এক হাজার ৫০০ টাকা। আগামী ১৩ মার্চ মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। এই ম্যাচের টিকিট পাওয়া যাবে ১২ মার্চ।
চট্টগ্রামের বিটাক সার্কেলের সাগরিকা টিকিট কাউন্টার এবং এম এ আজিজ স্টেডিয়াম টিকিট কাউন্টারে পাওয়া যাবে টিকিট। সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত টিকিট কাটতে পারবেন সমর্থকরা। পশ্চিম গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছে ২০০ টাকা। এ ছাড়া পূর্ব গ্যালারির টিকিট কিনতে হলে খরচ করতে হবে ৩০০ টাকা। ক্লাব হাউস গ্যালারির টিকিটের দাম ৫০০ টাকা। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডে বসে খেলা দেখতে চাইলে খরচ পড়বে এক হাজার টাকা। এ ছাড়া রুফ টপ হসপিটালিটি এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম রাখা হয়েছে এক হাজার ৫০০ টাকা করে।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর