July 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 16th, 2025, 3:13 pm

বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে অবিস্ফোরিত ‘ককটেল’

এনসিপির কার্যালয়ের সামনে লাল টেপ প্যাঁচানো অবস্থায় একটি ককটেল সদৃশ বস্তু / ছবি: সংগৃহীত

 

রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে অবস্থিত এনসিপির কার্যালয়ের সামনে লাল টেপ প্যাঁচানো অবস্থায় একটি ককটেল সদৃশ বস্তু পড়ে থাকতে দেখা গেছে আজ বুধবার (১৬ জুলাই)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার পর কে বা কারা এটি নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

বাংলামোটর সিগনালে দ্বায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট আনিসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা এখানে একটি অবিস্ফোরিত ককটেল সদৃশ কিছু একটা পড়ে থাকতে দেখেছি। তবে কখন কে বা কারা এটি নিক্ষেপ করেছে সেটা আমরা বলতে পারছি না। ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষের কাছ থেকে আমরা এই বিষয়ে জানতে পারি।

এর আগে আজ সকালে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ঘটনাস্থল পরিদর্শনে গেলে ইউএনওর গাড়িতেও ভাঙচুর চালায় তারা। পরে সড়কে গাছ ফেলে অবরোধও করে রাখে।

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে ককটেল বিস্ফোরণ, হামলা-ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

মাসজুড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা এসব করছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

এনএনবাংলা/আরএম