January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 20th, 2022, 8:03 pm

বাইডেনের মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া চীনের

অনলাইন ডেস্ক :

তাইওয়ান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে চীন। গত সোমবার এক নিয়মিত ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে কথা বলেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। এ সময় যুক্তরাষ্ট্রকে তাইওয়ান সম্পর্কিত বিষয়গুলো ‘সাবধানে ও সঠিকভাবে’ পরিচালনার আহ্বান জানান তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। মাও নিং বলেন, জাতিকে বিভক্ত করে এমন কর্মকা-ের প্রতিক্রিয়ায় যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার চীনের রয়েছে। তার ভাষায়, ‘আমরা শান্তিপূর্ণ পুনঃএকত্রীকরণের জন্য সর্বাত্মক চেষ্টা করতে ইচ্ছুক। বিচ্ছিন্নতার লক্ষ্যে চালিত কোনও কার্যকলাপ আমরা সহ্য করবো না।’ তাইওয়ানের ‘বিচ্ছিন্নতাবাদী বাহিনীকে ভুল সংকেত’ না পাঠাতেও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। একইসঙ্গে তিনি বিশেষ করে চীন-মার্কিন সম্পর্ক এবং তাইওয়ান প্রণালীর শান্তি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত না করার জন্যও ওয়াশিংটনের প্রতি সতর্কবার্তা উচ্চারণ করেন। মাও নিং বলেন, ‘দুনিয়াতে শুধু একটি চীন আছে। তাইওয়ান চীনের অংশ এবং গণপ্রজাতন্ত্রী চীনের সরকার চীনের একমাত্র বৈধ সরকার।’ সম্প্রতি সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, চীনের হামলার শিকার হলে তাইওয়ানকে রক্ষা করবে মার্কিন বাহিনী। এ ক্ষেত্রে মার্কিন নীতির কোনও পরিবর্তন হয়নি। গত রোববার প্রচারিত ওই সাক্ষাৎকারে বাইডেনকে জিজ্ঞাসা করা হয়, তাইওয়ানকে মার্কিন বাহিনী রক্ষা করবে? জবাবে বাইডেন বলেন ‘হ্যাঁ’। হোয়াইট হাউজ তার নীতি থেকে সরেনি। বাইডেনের এমন মন্তব্যে ক্ষুব্ধ হয় বেইজিং। যার বহিঃপ্রকাশ ঘটে গত সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে।