বাসস :
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার সন্ধ্যার দিকে তাদের প্রথম সম্মেলন শেষ করেছেন। জেনেভায় প্রায় সাড়ে তিন ঘণ্টা আলোচনার পর তারা এ সম্মেলন শেষ করেন। হোয়াইট হাউস একথা জানায়। খবর এএফপি’র।
হোয়াইট হাউস জানায়, এ সম্মেলন চলাকালে বিশ্বের এ দুই ক্ষমতাধর নেতা তাদের শেষ দফার আলোচনা সন্ধ্যা ৫ টা ৫ মিনিটে শেষ করেন। আর এ সম্মেলন শেষ হওয়ার পরপরই বাইডেন নিজে এলিগ্যান্ট ভিলা থেকে বেরিয়ে আসেন। এ ভিলায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
পরে উভয় নেতা আলাদাভাবে সাংবাদিক সম্মেলন করেন।
আরও পড়ুন
হাসিনার মতো ‘বিশ্বস্ত মিত্র’কে হারানোর ঝুঁকি নেবে না ভারত
টেস্ট ক্রিকেট: মরণদশা থেকে বাঁচানোর উপায় কী
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় কনস্টেবল মুকুল কারাগারে