বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার মূলভূখকন্ড থেকে তেঁতুলিয়া নদী দ্বারা বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপ ইউনিয়নের ২ হাজার ৫ শত পরিবার বিদ্যুতের আলো আলোকিত হয়েছে। আজ বুধবার সকাল ১১ টায় উপজেলার টিএন্ডটি’র পূর্ব পাশে অবস্থিত পল্লীবিদ্যুৎ সমিতির বাউফল জোনাল শাখার মিলনায়তনে স্থানীয় সাংসদ ও সরকারী প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ.স.ম ফিরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন। এরপরেই বিদ্যুৎ লাইনের সংযোগ পেয়ে আলোকিত ওই সব পরিবার। এতে এলাকাবসীর মাঝে আনন্দের বন্যা বইছে।
জানা গেছে, ২০২০ ইং সালের নভেম্বর মাসে ওই ইউনিয়নে বিদ্যুতায়নের কাজ শুরু হয়েছে। ইউনিয়নটি উপজেলার মুল ভূখন্ড থেকে তেঁতুলিয়া নদী দ্বারা বিচ্ছিন্ন হওয়ায় ওই নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুতের লাইন সংযোগ দেয়া হয়েছে। বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের বাস্তবায়নে ১০২ কি.মিটার বিদ্যুতের লাইন টানতে মোট ব্যায় হয়েছে ২১ কোটি ৪০ লক্ষ টাকা।
এর আগে পটুয়াখালী পল্লীবিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের নবনির্মিত ভবনেরও শুভ উদ্বোধন করেন তিনি। পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শাহ মোঃ রাজ্জাকুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল মামুন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামছুল আলম ও বাউফল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ সোহরাব হাছান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
সাংবাদিকদের সাথে রংপুর পুলিশ সুপারের মতবিনিময়
অগ্নিকান্ডে মিঠাপুকুরের নয়ন একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে দিশেহারা পরিবার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ